কবিতা -
সফিকুজ্জামান। গ্রাম:কুলবেড়িয়া, ডাকঘর:আন্দুলবেড়িয়া,
রেজিনগর,মুর্শিদাবাদ
স্বাধীনতা
স্বাধীনতা তুমি,১৯৪৭
স্বাধীনতা তুমি,১৫ই আগষ্ট
স্বাধীনতা তুমি,বিনয়-বাদল-দীনেশ
তুমি ক্ষুদিরাম,ভগৎ সিং আর প্রিয় নেতাজীর নাম।
স্বাধীনতা তুমি,তেরঙা পতাকা
তুমি মুক্ত-অভয়,সংকটহীন জীবন
তুমি কিষাণের ভালোবাসা,মাঝির ভাটিয়ালী গান
তুমি দলিতের আশ্রয়,কাঙালী মায়ের জীবন।
স্বাধীনতা তুমি হিন্দু-মুসলিম-খ্রীষ্টান
ভেদাভেদহীন সমাজ মহান ঐক্যের কলতান
তুমি পরাক্রমী,তুমি গর্ব,তুমি আমার অহংকার
তুমি সত্য,তুমি নিষ্ঠা,তুমি ন্যায়ের বিমূর্ত বিগ্রহ।
প্রিয় স্বাধীনতা,তুমি চেয়ে দেখো
লাঞ্ছিত মানুষের অশ্রুজল,আর্তের চিৎকার
দলিত ছোঁয়ায়,সোনা আজ নিরেট পাথর হয়ে যায়;
নীরেট পাথর তবু আগুন ঝরে দলিতের দেহের উপর।
স্বাধীনতা তুমি মানবিক,তুমি সহনশীল
তুমি একবিংশ শতাব্দীর যুক্তি,বিজ্ঞান
দেখো দেখো চেয়ে শ্বেত পায়রার নষ্ট জীবন
ভীতু হয়ে ওড়ে আকাশের গায়ে,কতোদিন খেলতে পারে না।
.................................................................
No comments:
Post a Comment