কবিতা -
স্বদেশ
আকাশের
নীল চুমে নিয়ে, ভোরের পাখী পাখনা মেলে
সেইতো
আমার স্বপ্ন-সকাল আসবে নাকি উজান ঠেলে ?
ভূমিষ্ঠ
শিশু কঁকিয়ে ওঠে বিকিয়ে মাথা পরের কাছে
মানুষ
আজো নীরব থাকে জল ঝরেনা পাথর চোখে
এই কি
তোমার সাধের দেশ গড়তে চেয়েছো ফুলে ফলে ?
আকাশের
নীল চুমে ...........
চোখের
পাতায় রাত রেখে দিন বদলের পালা শেখাও
ছোট্ট
বুকে আগুন রেখে ঘরে ঘরে দীপ তুমি জ্বালাও ।
ঝড়ের
মুখে দাঁড়িয়ে আছো নও তুমি আজ শুধু একা
হাতের
মুঠোয় স্বপ্ন রেখে ইতিহাস হবে রক্তে লেখা
এই তো
আমার সাধের দেশ গড়তে চেয়েছি ফুলে ফলে ?
আকাশের
নীল চুমে ...........
------------------------------------------------
No comments:
Post a Comment