Tuesday, August 14, 2018

সহেলী রায়

কবিতা -

মা আমি ঠাকুর হব 

অ্যালজোলাম খাওয়া সকালগুলো 
হলদের চেয়ে নীল লাগে বেশী,
ওরা তো কেমিক্যাল ছাড়াই অঘোরে ঘুমোয়
দিন গেরুয়া না সবুজ , সাদা বা কালো
কিছু যায় আসে না।
যায় আসে মিউন্সিপালিটির ময়লার গাড়ি, খালি হতে এলে।
আধখানা লুচি, গ্যাঁজলা ওঠা আলুর টুকরো, মাংসের হাড়- 
আহা উচ্ছিষ্টের জয় হোক!
চারটে হাত পাওয়ালা কালো জীবটা নেচে উঠে বলে,
মা আমি ঠাকুর হব”-
ছোপওয়ালা কালো দাঁতগুলো গাল টিপে – “গোপাল ঠাকুর

এরপর বস্তি উচ্ছেদ, হাইরাইস আসছে
তোমাদের ও কিছু জুটবে, আপাতত কেটে পড়।

ঘড়ি কাটো, নাড়ি কাটো, বেড়াল কাটো।
কদম কদম বাড়ায়ে যা, গলি খুঁজি না মহাপ্রস্থান?
আবার কালো জীবটা, “মা আমি ঠাকুর হব
ছোপওয়ালা দাঁত, “তাই হ বাবা
জ্যান্ত শিশু কবর পেল, বুদ্ধিজীবিরা মাঠময় মানুষ জড়ো করলেন।
সেখানেও কয়েকটা কালো জীব মা আমি ঠাকুর হব

ওঁরা শুনতে পেলেন না। 
এ দেওয়ালে পিঠ ঠেকে গেলেও ও দেওয়ালে
সেলিব্রেশন প্যাকে যত্ন করে জুড়ে থাকে
হ্যাপী ইন্ডিপেন্ডেন্স ডে !
-------------------------------------------------------------------------------------
Saheli Roy, C/O Partha Pratim Roy, 3/3 Madhusudhan Dutta Path, SAIL Cooperative, City Centre, Durgapur 713216

No comments:

Post a Comment