কবিতা -
ঢেউয়ের বাঁশি
খুব নরম ঢেউ উঠছে
কার ঢেউ ? কার ?
চুল উড়ছে, আঁচল উড়ছে
বাতাসের স্রোতে ভেসে যাচ্ছে নৌকা
আমি সাঁতার জানি না বলে
গোধূলির বকের কাছে খুঁজেছি ঠিকানা
খুব নরম ঢেউ
মৃদু কম্পনে ছড়িয়ে দিচ্ছে তার বাঁশি
যাচ্ছি
সময়ের
নদী পেরিয়ে যাচ্ছি
হৃদয়ের
ধ্বংসাবশেষ, অশ্রুমোচনের দাগ
নিরাশার
অন্ধকার পেরিয়ে যাচ্ছি
ঘাসে
জোনাকিরা নিস্তব্ধতা ছড়িয়ে দিচ্ছে
মেধাবী
শিশির মেখে গূঢ় বনস্পতি
দাঁড়িয়ে
আছে কালসীমানায়
গোধূলিপাখির
বাসা ভাঙা রাতে
কোথাও
কোথাও অট্টহাসি ক্লান্ত করে
যাচ্ছি ; বেশ্যাবৃত্তির মতো কোনও রাত্রির কাছে
লিঙ্গচূর্ণ
ধর্ষণে একাকী ।
একটিও
নৌকা নেই, বৈরাগ্যের
ভাষা নেই
ক্ষয়ে
যাওয়া জীবনদর্পণের মৃদু ঢেউ
আর সাঁতারে
সাঁতারে ধাবমান স্রোত
কয়েক
মুহূর্তের কাঁপন শুধু
; আর কিছু নয় ।
-------------------------------
Taimur Khan, Ramrampur (Shantipara),
POST Rampurhat,
District Birbhum, West Bengal, pin 731224
No comments:
Post a Comment