কবিতা -
আসল
স্বাধীনতা
দেয়ালের কোণে টিকটিকি
ফড়িং ধরে ওত পেতে....
ঘরের কোণে বিড়াল
ওত পেতে ধরে ইঁদুর....
জলের ধারে বক
খালের মাছ ধরে....
চিল উড়ে যায় মাথার ওপর
মাটির কাছাকাছি খাদ্যের লোভে....
শকুন সেতো ভাগাড়ের মড়া শুঁকে
আবর্জনার পিন্ডি তুলোধনা করে....
সকলেই স্বাধীন
সবাই নিজের নিজের কাজে তৎপর।
কেবল আমরা এখনো পরাধীন
হাতের তালুতেই সীমাবদ্ধ আমরা....
যতই দেশের শাসনভার তুলে দিই রাষ্ট্র নায়কের হাতে
যতই ভোটে জেতাই মূল্যবান আঙুলের ডগায়..
গণতন্ত্রের চাদর সাজাই
পরিধির মাপকাঠিতে শূন্য!
আমরা পরাধীন, যতই
ইঁদুর হয়ে ছোটাছুটি করি
নেই মাথা তুলে প্রতিবাদের স্পর্ধা
ফোঁস করলেই ওরা সাজে টিকটিকি,
নয়তো বিড়াল, বক,
চিল কিংবা শকুন....
-------------------------------
কাঠিয়া, মুরারই,
বীরভূম, ৭৩১২১৯
No comments:
Post a Comment