Tuesday, August 14, 2018

অর্ণব গরাই

কবিতা -

সারে জাঁহা সে আচ্ছা 
অর্ণব গরাই 

সাতটা বাইশের ধারাবী লোকাল 
জীবনবন্দী একটা কফিনের বাক্স, 
যেন গ্রাস করতে আসছে একটা গোটা শহর
ঘামে ভেজা শরীরগুলো মুহূর্তের কোলাহলে
মিশে গেল, একটু স্বস্তির নিশ্বাস  
হয়তো বা জীবন ফিরে পাওয়ার অথবা 
রাত আটটার আই পি এলে চোখ রাখার আনন্দে  

শুকনো মুড়িটা যেন আজ ভারী মিষ্টি
কোহলির ছক্কা মারার বলটা সোজা আট বাই পাঁচের চালে এসে পড়লো  
বলটা হাতে করে একছুটে বিশ্বজয় ,
ঘরের ভাঁড়ার তখনও শূন্য নট আউট  
বস্তির ভারত তবুও এগিয়ে চলেছে রাতের সাথে, 
পাড়ার মাইকে বাজতে থাকে সারে জাঁহা সে আচ্ছা , 
টিভিতে চোখ রাখা চোলাইয়ের ঠেকে 
নেশাখোর আর পুলিশের বন্ধুত্বও গাঢ় হয় এক রাতে  
আজও বস্তির ভারত এগিয়ে সাম্যের হাত ধরে,
আমার ভারত এগিয়ে অশিক্ষিতের হাত ধরে

রাত এগারোটা দশ, ঢল নেমেছে রাস্তায় 
তেরঙ্গা হাতে কাতারে কাতারে রাস্তার মোরে 
ছুটে আসছে বস্তীর আধপেটা খাওয়া মুখগুলো ,
যেন আজই স্বাধীনতা ঘোষনা হলো টিভিতে
লাল সবুজ আবীরের ভীড়ে হারিয়ে যাওয়া খিদে ,
ক্লান্ত হয়ে শুয়ে পড়ে ঘুমন্ত কুকুরের পাশে
তখনও বেজে চলা সারে জাঁহা সে আচ্ছা 
কেউ হয়তো বন্ধ করতে ভুলে গেছে ঘুমন্ত চোখে
-------------------------------------------
Arnab Gorai
Sanskriti Appartment , 4th Floor, Flat No -407, P.o- ISM , Dhaiya , Ranibandh . Dhanbad, Jharkhand-826004.

No comments:

Post a Comment