Tuesday, August 14, 2018

দেবপ্রসাদ মুখার্জী


কবিতা -

স্বাধীনতার সন্ধানে

স্বাধীনতা তুমি কোথায়--
মন্দিরে , নাকি মসজিদে ,
নাকিবা গীর্জার ওই কোণে ?
কোথায় তোমার বাসস্থান--
গীতার ওই পাতায় পাতায় ,
নাকি কোরানের আন্তঃস্থলে ?
স্বাধীনতা তুমি কোথায় --
নিষ্পাপ শিশুর চোখের তারায় ,
নাকি বেওয়ারিশ লাশের ভিড়ে ?
কোথায় তোমার গান গাওয়া হয় --
সাম্যবাদের কণ্ঠস্বরে ,
নাকি মৌলবাদের বিষমতায় ?
প্রশ্নের ভিড়ে বেপাত্তা উত্তর ,
সুখ শান্তির দেখা মেলা ভার ,
যুদ্ধের টংকার বেজে উঠলো ,
তবু স্বাধীনতা মুখ বুজে তুমি
শুনেছো মানুষের হাহাকার

--------------------------------
Debaprasad Mukherjee, Vill- Khanta ,P.O.- Gobindadham , Dist – Bankura, 722133

No comments:

Post a Comment