কবিতা -
আমি
বুলেটে মরব না
একটা ছোট্ট চাঁদ – ভরিয়ে তুলি আলোয়, একদিন।
হেঁটে যাই সন্তর্পণে। ডাক্তার বুঝিয়ে দেবে মৃত্যু কি
হেঁটে যাই সন্তর্পণে। ডাক্তার বুঝিয়ে দেবে মৃত্যু কি
তারপর, শুধুই প্র্যাকটিস।
আমাকে খুঁজে পাবে মানুষ মারার ক্যাটালগটায়,
আমাকে খুঁজে পাবে মানুষ মারার ক্যাটালগটায়,
জড়িয়ে আছি দুটো পাতায় মাঝে;
অনেকটা লালচে জেমস ক্লিপটার মত।
আমি কাগজে নাম তুলে মরার দলে আমি নেই।
আমি সাধারণ, আস্তে আস্তে রোগা হতে হতে
একদিন আলোর থেকেও হাল্কা হয়ে যাব।
আমি কাগজে নাম তুলে মরার দলে আমি নেই।
আমি সাধারণ, আস্তে আস্তে রোগা হতে হতে
একদিন আলোর থেকেও হাল্কা হয়ে যাব।
তারপর,
আমার পরিবার খালি পায়ে দাঁড়িয়ে বিদায় জানাবে।
আমি ধীরে ধীরে এগিয়ে যাব নিজের দিকে।
------------------------------------------------
অভিষেক
মিত্র
ঠিকানা
২ - c/o Dr. Pabitra
Mitra, Nungi Station Road, Batanagar, Kol - 700140
No comments:
Post a Comment