Tuesday, August 14, 2018

স্বপন পাল


কবিতা -

জানালা

প্রতিটি জানালার কিছু না কিছু বলার থাকে
যে রকম দরোজারও, তবে জানালার থেকে আলাদা।
প্রত্যেক ঘরের মতো নয়, যদিও ঘর ছাড়া
এদের জানালা বা দরোজা হওয়া হয় না।
জানালা খোলে হঠাৎ করে যে কারণে
দরোজার খুলে যাওয়া সম্পূর্ণ অন্য,
আবার দরোজার বন্ধ হওয়া যে অর্থ দেয়
জানালা তেমন নয়, তার ভাষা গুরুগম্ভীর নাও হতে পারে।
ঘর হয়তো দেখে শুনে হাসে, কিন্তু কে না জানে
চুরি যাওয়া দরোজা-জানালাহীন ঘর
আর ঘরই থাকে না, পড়ে থেকে অমর্যাদায় ভেঙ্গে ভেঙ্গে যায়।
প্রতিটি জানালা দিয়ে সাদা কালো বাতাসেরা
আসা যাওয়া করে, তুলে ধরে অংশত ঘর পরিচয়
যে জানালা-গ্রিল ছুঁয়ে কোন মুখ অপেক্ষা করেনি
কোন নামে তাকে ডাকি বিকেল ফুরোলে ?
--------------------------

Swapan Paul, 3,Pubali, S.S.B.Sarani / Bidhan Nagar / Durgapur-12, PIN-713212

No comments:

Post a Comment