Tuesday, August 14, 2018

ইন্দিরা ব্যানার্জী

 
কবিতা -

স্বাধীনতা তুমি

যে বছর আটেকের মেয়েটা রুক্ষ চুল জুল জুল চোখে লাল সিগন্যালে আটকে পড়া গাড়িতে ঘুরে ঘুরে গোলাপ বেচে,
তাদের কাছে স্বাধীনতা মানে এক চোখ কানা টেডি বিয়ার বুকে নিয়ে সারাদিন পুতুল পুতুল খেলা....

সংসারের যাঁতাকলে যন্ত্র হয়ে ওঠা গৃহবধূটির জীবনে কোন ভাবে অসময়ে চোখে পলাশ রং লাগে,
তবে তার কাছে স্বাধীনতা মানে বিনা কৈফিয়তে কাটিয়ে নেওয়া একটি বেলা সাগরিকা ঢেউয়ে....

প্রতিদিন রং-চং মেখে খদ্দের ধরা ছাপমারা নোংরা মেয়েগুলোর স্বাধীনতা মানে বুক ফুলিয়ে সবার সামনে ভাসানের আগে সিঁদুর-সিঁদুর খেলা....

অন্ন-বস্ত্র-বাসস্থানের মৌলিক চাহিদা ব্যাতিরেকেও পরিবর্তিত সমাজ বদলে যাওয়া মন আর কিছু মানবিক চাহিদা 'স্বাধীনতা'....

শব্দ একটাই ব্যক্তিভেদে অর্থ বদলায়;
পরিবেশ-পরিস্থিতি পাল্টালে হাতও বদলায়;
স্ব-অধীন, স্বাধীন থেকে স্বাধীনতা.....

-------------------------
ইন্দিরা ব্যানার্জী, সারদা সরণী, বারাসাত

3 comments: