কবিতা -
-------------------------------
'স্বাধীনতার মানে ... '
স্বাধীনতা
মানে সূর্যের উত্তরণ , বিশাল নীল আকাশ ,
স্বাধীনতা
মানে শাসকদের
বেপরোয়া
দুর্নীতি ,
স্বাধীনতা
মানে অরণ্যে অরণ্যে
পাখিদের
গান ,
স্বাধীনতা
মানে জাতের নামে , ধর্মের আড়ালে বজ্জাতি ,
স্বাধীনতা
মানে কতো শহীদদের আত্মত্যাগ ,
স্বাধীনতা
মানে নেতাদের ঢপ , জিলাপি , মদ আর ফিল্মি গান । স্বাধীনতা মানে অনেক মানুষের কত শত
স্বপ্ন দেখা ,
স্বাধীনতা
মানে খুন , ধর্ষণ
, লুঠপাঠ ,
স্বাধীনতা
মানে মুক্ত বাতাস , নদীর বাঁধভাঙা উচ্ছাস ,
স্বাধীনতা
মানে স্বেচ্ছাচার , ব্যাভিচার , স্বৈরতন্ত্র ,
স্বাধীনতা
মানে পতাকা হাতে মিছিল , মনুষ্যত্ব ,
স্বাধীনতা মানে দলবাজি , তোলা আর সন্ত্রাস । -------------------------------
কৌশিক গাঙ্গুলি - কলকাতা
No comments:
Post a Comment