Tuesday, August 14, 2018

দীপক আঢ্য

কবিতা -

আজ ইন্ডিপেন্ডেন্স  ডে
ইন্ডিপেন্ডেন্স ইস অ্যা ভারচুয়াল আইডিয়া
আর আমাদের স্বাধীনতা?
আঃ! মাটির গন্ধ মাখা, নম্র বাতাস
সকালে ঘাসের ডগার শিশির
মেদুর রোদ্দুর
পুরুষ যুবার 'গ্রন্থিল পেশী'
অদম্য সাহস
বসন্তের বিকেল, তুলসীমঞ্চ
উজ্জ্বল চোখে এক নিঃশ্বাসে পড়ে ফেলা
ক্ষুদিরাম, মাস্টারদা, ভগৎ সিং, নেতাজি সুভাষ

অনেকটা সময় গিয়েছে
পাঠ্যবই,  সেলুলয়েডের পর্দা
আর ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
অন্তর্জলী যাত্রার প্রহর গুনছে যে
তাকে আমরাই সঁপে দিয়েছি
গৃধ্নতার হাতে

একটু গা বাঁচিয়ে
তাই আজ সেলিব্রেশনের দিন  
ভারতের স্বাধীনতা ঠিক নয়,
বরং, ইন্ডিয়া'স মিডনাইট'স ফ্রিডম
বিয়ণ্ড এভরিথিং!
----------------- 
দীপক আঢ্য - উত্তর ২৪ পরগণা 

No comments:

Post a Comment