Tuesday, August 14, 2018

শিল্পী সিংহ


কবিতা -

বাঁচাও

যৌবনে অবতীর্ণা যেন মেয়েটা
তার রূপে প্রশংসিত দুনিয়া
বিচিত্রাকে পাওয়ার আশায়
উন্মত্ত হয়েছিল কিছু জাতি
মোনালিসা যেন আবির্ভূতা হয়েছিল
কখনও দেবী কখনও ঝাঁসী।
শঙ্কিল পরিবেশ পার হয়ে
     নতুন সকাল
               ----নারীর অগোছালো রূপের বেশ!
হুঙ্কার উঠেছিল প্রাঙ্গনে
খেলেছিল নীল,সাদা মেঘের দল
আকাশে ধ্বনিত নেহেরু মন্ত্র
শুভ্র,গৈরিক ,প্রকৃতির  উন্মোচন।
বুক বাঁধা সময়ের আশ্বাস
---------
গর্জে উঠেছিল স্বদেশী আত্মবিশ্বাস
এসেছিল একে একে বীর সন্তান
আজও মেয়েটি সর্বাঙ্গ সুন্দরী
কৃত্রিমতা গ্রাস করেছে তার বেশটা!
সুন্দরী------সত্যই সে সুন্দরী
ফেরানো যায় না চোখের মোড়
সর্বত্র ধ্বনিত একটাই নাম -- স্বাধীনতা
এত নাম,এত জৌলুস,এত হোডিং
হ্যাঁ গো মেয়ে,মুখটা কেন এত মলিন?
চারিদিকে তোর জয়ধ্বনি খোল----দরজা খোল
     কপাট কেন দিলি?
স্তব্ধতা ,গুমসুনি,বাইরে থেকে কোলাহল
ভিতর থেকে দরজা,জানলা বন্ধ
দুটি ভেন্টিলেটর।     বেশ বড়ো বড়ো।
শোনা যাচ্ছে-স্পষ্ট শোনা যাচ্ছে-সে-  - চিৎকার
গলা ফাটা আর্তনাদ  'বাঁচাও'
---------------------------------
শিল্পী সিংহ (মেমারী,পূর্ব বর্ধমান)

No comments:

Post a Comment