কবিতা -
জেগে আছে হৃদয়ে
মানুষের সাথে মানুষের
কথা থেমে গেছে
পাশাপাশি সারিসারি
কঙ্কাল দাঁড়িয়ে আছে
কংক্রিট রাস্তার নীচে
অজস্র মাটির মৃত্যু
তোমার আমার হৃদয়ে এখনো
ফুলের গন্ধ
ভালো থাকার মিথ্যা
বেড়াজালে অভিমন্যু
তিন শালিকের ঝগড়া কাল্পনিক
হয়ে গেছে!
সরে যেতে যেতে ক্রমে
ঝাপসা রূপকথা
সারারাত ঠাকুমার হাতে
ঘোরা হাতপাখা
বাবার একবুক জলে সাঁতারকাটা
সন্ধ্যা
ঠাণ্ডায় বাঁশের জামাপোড়া
আগুনের উষ্ণতা
গল্পের ফাঁকে বাঘ-বকরি
মোঙ্গল-পাঠান দ্বন্দ্ব
সবই ঢালাই রাস্তার
নীচে চাপা পড়ে গেছে!
নদীর ধারে হয়তো এখনো
আছে কোনো দেশ
ঝুড়িনামা বটের নীচে
ধুলোমাখা ছেলেগুলো বেশ
বুড়িকাবাডি কিত্কিত্
তা আরও কত্তো খেলা
গাছগুলো সেখানে অপেক্ষায়
ডানপিটেদের জন্য
কানমলা খাওয়া ছায়াগুলো
কখন যে ঘুমিয়েছে
আমার হৃদয়-মনে সেই
দেশ এখনো জেগে আছে!
No comments:
Post a Comment