কবিতা -
দূরের খবর
রোদ ঝিকমিক শিশির ভেজা
ফুলের কুঁড়ি
স্বাধীন মাঠের সকাল
বেলার লাটাই ঘুড়ি
বিকেল বেলার হাসনুহানার
মৌলি বাতাস
সবাই তোরা কেমন আছিস
খবর পাঠাস !
হারিয়ে যাওয়া মোরাম
মাটির পথের মায়া
গৌর-মঠের অশথ বটের
শীতল ছায়া
নদীর ঘাটের খেলার মাঠের
মরশুমি ঘাস
এখন তোরা আছিস কেমন
খবর পাঠাস !
সঙ্গী-সাথীর সঙ্গে
চৈতি মেলায় ঘোরা
কেমন করে হারিয়ে গেলি
কোথায় তোরা
হারিয়ে যাওয়া আম কুড়ানোর
বৈশাখী মাস
কোথায় আছিস কেমন তোরা
খবর পাঠাস !
ছোট্টবেলার পুতুল খেলার
খেলনাবাড়ি
হায় তোকে কী কেউ কখনো
ভুলতে পারি
এখন কেমন সঙ্গীবিহীন
দিনটি কাটাস
সময় করে খবর পাঠাস
- খবর পাঠাস !!
No comments:
Post a Comment