Monday, May 4, 2020

বাপন হাজরা


কবিতা -
ভাত শালিকের গল্প                                

       কুয়াশাচ্ছন্ন  প্রভাতে
তোমার অনাবিল কন্ঠে
    ভাঙতো মোর ঘুম

একমুঠো রোদ মিশ্রিত,
     আমার ঐ নিকোন উঠানে
বিছানো ধানে,
হলুদ চরনে অসীম তোমার পথ চলা

শিমুলের নিম্নতলে
      একঝাঁক মুথা ঘাস
তোমাতেই মত্ত ছিল
প্রজাপতির অনাবিল বন্ধু তুমি
কিছুদূর উড়ে গিয়ে,
       পাড়ি দিতে  অসীম আকাশ
আবার আসতে ফিরে
    আমার ঐ কদম ডালে
বাঁধতে নতুন গান
      
ভাত শালিক,
             আজ, অনেকদিন দেখিনি তোমায়
কংক্রিটের নিচে চাপা পড়েছ তুমি

জানি, তুমি আর আসবে না।

তুমি কি জানো?

আজও,মরিচা ধরা কাঠ জানালায় দাঁড়িয়ে
   আমি চেয়ে থাকি
কখন আসবে আমার চিরচেনা।।

No comments:

Post a Comment