Monday, May 4, 2020

জারা সোমা




কবিতা-  

নো এন্ট্রি

দরজার বাইরেই লাগিয়েছিলাম
নো এন্ট্রি বোর্ড
বাতাসেরও লাগবে অনুমতি
অছিলায় দিয়েছিলাম ভাতঘুম
তবুও কড়া নাড়ল অসময়
ফুলস্টপেও থমকালো না
ক্রমশঃ অভ্যস্ত হচ্ছিলাম
যেভাবে ঘটে সালোকসংশ্লেষ

প্রতিরাতে জেব্রাক্রসিং বার্তা দেয়
শেষ পর্যায়ের ঘাম
উপেক্ষা করে রেড লাইট
নো এন্ট্রি বোর্ডের পাশেই
জ্বলজ্বল করে নামের খোদাই

ঋতু আসে ঋতু যায়
বহমান্যতায় কিভাবে যেন
টিকে যায় সংসারের
পুতুল পুতুল খেলা |||

No comments:

Post a Comment