Monday, May 4, 2020

নির্মলেন্দু কুণ্ডু



কবিতা -           

স্মৃতি

দিন বদলের ডাক শোনা যায় অহরহ ৷
এমনই কিছু আহ্বান
শিহরণ জাগাতো রোমকূপে,
পরকরতলগত অধিকার আদায়ের জন্য চলত
দৈনন্দিন সংগ্রাম ৷
দিন বদলালো,
নিজের ভালোমন্দ বুঝতে শিখলাম ৷
তবুও ভাগ্য বদলালো না !
জীবন হল দিনগত পাপক্ষয়ের নামান্তর ৷
ইতিহাসের পাতায় ঠাঁই পাওয়া গালভরা শব্দগুলো
দিনের আলো দেখলো না কখনই ৷
সুখের সে দেশের রোমন্থনেই কেটে গেল শেষের সে দিন
পাতাঝরা মরশুমের শাশ্বত স্মৃতি হিসেবে...

No comments:

Post a Comment