Monday, May 4, 2020

সমীরণ ঘোষ



কবিতা -    

দিদিমণিদের বাড়ি

ছিল নিচু হেমন্তের দিন। আকাশকুসুম সাদা হাঁস
ফিরেও আসেনি ভেলা,  যে প্রান্তে উদ্গমের বর্ণপরিচয়
তারই পাশে আমাদের বিদ্যালয় নুয়ে

কোথাও কখনও যদি চক্ষুবিনিময়
চিনতে কি পারব ওই অলীক দিদিমণিদের

জীবনে প্রথম শেখা ময়ূররঙের গান, নদীকোমরের কাশ
ব্রীজের পিছনে ডোবা স্মৃতির বিকেল

কাঠুরে গানের নীচে দূর মফস্ সল

যে পথে দিদিমণিদের বাড়ি  সে পথেই
বৃষ্টি ঝরে বেলা ঝরে, বাল্যলিপি, বেদনাতুষার

No comments:

Post a Comment