স্মৃতিচারণ -
সেই বাড়িটা
বাড়িটা ছিল বিরাটীতে
। অনেক বড় পুরনো একতলা বাড়ি । আমার বাবার বেড়ে ওঠা দেখেছে, আমারও বড় হওয়া দেখেছে।
একপাশে উঠোন, সামনে
বারান্দা, মোট চারটে ঘর। এই ছিল বিরাটীতে বাড়ি । মানে বাড়িটা এখনো আছে, শুধু নেই সেই
তারা যারা থাকতো।
একে একে সবাই তারা
অন্য দেশে চলে গিয়েছে ।
ঐ বাড়িতেই প্রথম
বই পড়া, দাদুকে দাদু, ঠাকুমাকে ঠাকুমা বলতে শেখা! ওখানেই প্রথম তেল- চুপচুপে বেগুনভাজা
খাওয়া! ..ওখানেই স্লেট ধরে হাতেখড়ি, অক্ষর পরিচয় । ।..বিকেলে বোকাবাক্স চালিয়ে সিনেমা দেখাও ওখানেই
শেখা !
সেই দিনগুলো আর
কোনদিন ফিরে আসবে না ! বাড়িটা আজও দাঁড়িয়ে । সেই সুপুরি গাছ, জামরুল গাছ বোধহয় আজও
আছে, তবে কতকাল থাকবে কেউ জানে না।
হয়তো আর কয়েক মাস পরে গাছগুলো কাটা পড়বে; সেখানে গড়ে উঠবে
ফ্ল্যাট বা কোনো শপিং কমপ্লেক্স!
যদি বাড়িটা বাঁচাতে
পারতাম তো বড় ভালো হতো । ..তবে আমার মনে ও চিরকাল বেঁচে থাকবে । ।
No comments:
Post a Comment