কবিতা -
এই আমার সকাল
ধর্মকে ছুঁড়ে ফেলে দিই
ভাঙা বেঞ্চে বসে নোনতা চা-বিস্কুট খাই
মৈথুন পেরোনো রাত চলে যায়
জৈব পদ্ধতির ক্রিয়ায় ভেজা এ সকাল
হাঁকডাক ফেলে যায় কাক-ককোদর
উষ্ণ জলের বাষ্পে পাত্র ভরে ওঠে
আরও এক কাপ চা, আহা চায়ের সংসার !
ঈশ্বর ?
কে আমার ঈশ্বর ?
আমিই আমার ঈশ্বর
ঈশ্বরী চলে গেছে দূর বহুদূর
মাঝখানে সেই এক সামাজিক সমুদ্দুর
আর কেবলই ঢেউ দিচ্ছে তাতে
ঢেউয়ে শুধু ভেসে আসছে ভয়
আমি বিশ্রামের পাশে বসে আছি
দগ্ধ স্মৃতির প্রজাপতি এ সময় কেন ওড়ে ?
বাগানে কি ফুটেছে গোলাপ ?
গোলাপের কাছে যাব নাকো আমি
এখন নিষিদ্ধ সব গোলাপের ঘ্রাণ !
No comments:
Post a Comment