Monday, May 4, 2020

বিমান প্রামানিক



কবিতা -    

ফিরে দেখা
         
সেই যে কবে পেরিয়ে এলাম সেই ছোট্ট ঘর
আজও কিন্তু বুঝিনি যে তার মহিমা অপার।
জীবন যাচ্ছে কেটে কত রঙিন স্বপ্ন নিয়ে
এখনও তবে পারিনি দাঁড়াতে সেই ঘরে গিয়ে।
কোথাও যেন হারিয়ে যাচ্ছি মনের মণিকোঠায়,
পুরোনো সেই দিনের কথা জাগে চোখের পাতায়।
ঘুমের ঘোরে স্বপ্নে জাগে সেই পেরোনো দিন
 যেন তারই প্রাপ্ত জ্ঞান আজও মোর জীবনে ঋণ।
জীবনের কোনো ফাঁকে শুধু একটি বার
ধরার মাঝে অধরা সেই, মহিমা অপার।
আজও যদি গিয়ে দাঁড়ায় তারই আঙিনায়,
জীবন গর্বে ভরে ওঠে, অশ্রুতে চোখ ভেজায়।
প্রথম দিনের সেই ভালোবাসা গেথে আছে মনে।
সেই দশটি বছর পেরিয়ে গেলেও অশ্রু তবু দু নয়নে।
মনের মাঝে কতই স্মৃতি ভেসে ওঠে সবার মাঝে বুক ভরে ওঠে গর্বে মিলন কালে প্রাক্তনিদের সাথে।
যখন যেভাবেই থাকি না কেন! মন করে চঞ্চল,
হই উতলা সবসময়, প্রাক্তনীদের মিলন কি বিরল?
বছর বছর অপেক্ষায় কাটাই যেন জীবন
কখনও ভাবিনা সেখানে  গিয়ে আমরা যেন প্রাক্তন।

No comments:

Post a Comment