Monday, May 4, 2020

অর্পিতা রায়



কবিতা -    

জন্মান্তরের পরেও গল্প হয় কি?

আমরা আরও একটা জন্ম আর পাবো না বোধহয়।
জাতিস্মরের গল্পও আর লেখা হবে না।

সকাল সন্ধ্যার ভালোবাসা আর আবদারের খুনসুটিও থাকবে না,
পাড়ার মোড়ের ফুচকা, পুঁতির কানের দুল আর
পাঁচ টাকার গোলাপও মনে থাকবে না বোধহয়।

ওই যে ওই উঁচু বাড়িটা যার ছাঁদ থেকে সূর্যাস্ত দেখা যায়
তার চিলেকোঠার ঘরটা তোমার মনে থাকবে?
কিংবা মধ্যরাতের আদরে সোহাগে মিশে থাকা মায়াবী মেয়েটাকে তোমার মনে থাকবে?
তোমার আদুরে গলার 'পাগলি' ডাকটা মনে থাকবে?
'আষাঢ়স্য প্রথম দিবসে'-র বিরহ কাতর চোখের আর্দ্র হাতছানিটা মনে থাকবে?
মনে থাকবে কি?

আমরা আরও একটা জন্ম আর পাবো না বোধহয়,
জাতিস্মরের গল্পও আর লেখা হবে না!

No comments:

Post a Comment